আমাদের সম্পর্কে
IslamBangla.online – কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামী ওয়েবসাইট। বাংলা ভাষায় শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে রয়েছে প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার, এবং আরও অনেক কিছু যা প্রতিনিয়ত আপডেট করা হয়। এটি ইসলামিক দাওয়া তথা কম সচেতন মুসলিম এবং অমুসলিমদের মাঝে ইসলামের সঠিক চিত্র উপস্থাপন, বোধগম্যকরণ, আত্মস্থকরণ এবং সেই সাথে ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর মানসে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থাপিত: ১৫ March, 2024
মূল অফিস: আমরা ওয়েবসাইটের সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে করে থাকি।
প্রধান উদ্দেশ্য
IslamBangla.online ওয়েবসাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলা ভাষায় সালাফে সালেহীনের উপলব্ধি অনুসারে আহলে সুন্নাহ ওয়াল জামা’আহ এর পথ ও পদ্ধতি মোতাবেক মুসলিমদেরকে তাদের দ্বীনের অত্যাবশ্যকীয় আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদান এবং অমুসলিমদের কাছে ইসলাম-পরিচিতি ও ইসলামের সৌন্দর্য বর্ণনা; ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন ও সংশয় দূরীকরণ করা।
আমাদের আকাঙক্ষা:
* মুসলমানদের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করা ও তা চর্চা করানো।
*তাওহীদের প্রচার ও শিরক-বিদআতের অপনোদন।
*ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, বিজাতীয় মতবাদ, কুসংস্কার, অপসংস্কৃতি, অপব্যাখ্যা দূর করা।
*তাওহীদের ছায়াতলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা।
*ঈমান ও আমলের মাধ্যমে মানুষকে একটি ‘সুন্দর জীবন’ গড়তে সাহায্য করা
*ইসলামিক ধর্মচিন্তা ও রীতিনীতি সম্পর্কে মুসলমান ভাই বোনকে অবগত করা, যা-সন্ত্রাসবাদ,
চরমপন্থা, ভুল ধারনা ও বিদ্বেষের বিরুদ্ধে রক্ষাপ্রাচীর।
*অমুসলিমদের মাঝে ইসলামের আহ্বান পৌঁছানো।
* মুসলমান ভাই বোনদের প্রয়োজনীয় সেবা প্রদান করা।
পরিশেষে: “তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন, যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তা তাদের জন্য সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন, তারা শুধু আমারই গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবেনা; এরপরও যে তাঁর নাফরমানী করবে তারাই গুনাহগার”। (সুরাহ আন নূরঃ ৫৫)
জান্নাতের পথ সুগম হওয়া নির্ভর করে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর, ফলাফল লাভের উপর নয়।
আমাদের আকিদাহ ও বিশ্বাস
প্রকৃতপক্ষে, আমরা ‘ইসলামবাংলা’-এর প্রশাসক মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উম্মতের মধ্যে থেকে মুষ্টিমেয় কয়েকজন যারা আকিদা, নির্দেশনায় আল্লাহ আজওয়া জাল, তাঁর রসূল এবং সালফ আস-সালিহ (ইসলামের প্রথম 3 প্রজন্ম) অনুসরণ করি। , জ্ঞান, এবং কর্ম (ইনশা’আল্লাহ)।
আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত।
চরমপন্থা বা চরম উদাসীনতার দিকে না ঝুকে, আমরা মধ্য পন্থা অবলম্বন করি, যে পথে চলতেন মুসলিম উম্মাহর প্রথম প্রজন্ম।
সন্ত্রাসবাদকে এবং ইসলামের নামে সম্পন্নকৃত সন্ত্রাসবাদকে আমরা কঠোরতম ভাষাতে নিন্দা করি এবং এ সকল কর্মপন্থার সঙ্গে আমাদের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই, এবং এ ধরনের চিন্তা, আচরণ ও কর্মকান্ডকে প্রত্যাখ্যান করি।
কোনো ধরনের বাণিজ্যিক লক্ষ্য ব্যতীত পুরো বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান ছড়িয়ে দেয়াই হলো
islambangla.online এর লক্ষ্য। ইসলামকে উপস্থাপন করার অভিপ্রায় থেকে এ আমাদের এক ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের এই ব্রত, নিষ্ঠা, দ্বীনের পথে দাওয়াতের প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের স্বপ্ন ও উদ্দেশ্য পূরণে সাহায্য করেন। আমীন।
ইসলাম বাংলা ডট অনলাইন সমম্পূর্ণ বিনা মূল্যে, বিশ্বের সর্বত্র শুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসার ঘটাতে চায়।
ইসলামকে উপস্থাপন করার অভিপ্রায় থেকে এ আমাদের এক ক্ষুদ্র প্রয়াস।
এই ওয়েবসাইটি বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নেই।
এই ওয়েসাইটির প্রধান উদ্দেশ্য হচ্ছে, ইসলামের সঠিক জ্ঞানকে সকল বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এই ওয়েবসাইট পাওয়া যাচ্ছে এমন কোন উপকরণের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান বা দলের সাথে ইসলাম বাংলা ডট অনলাইন এর কোন রকম চুক্তিবদ্ধতা /সংশ্লিষ্টতা নেই।
এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন।
এই সাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য- লেখকের একান্তই নিজস্ব।
islambangla.online-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে islambangla.online আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।